সালথায় নুরুল ইসলামের জন্য কোরআন খানি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৭:৪৭ এএম
![সালথায় নুরুল ইসলামের জন্য কোরআন খানি](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/14/image-695787-1689299242.jpg)
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জন্য ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী পুরুরা মাদসারার এতিম হাফেজরা দোয়া করেছেন।
বৃহস্পতিবার দোয়া মাহফিলের আয়োজন করেন দৈনিক যুগান্তরের সালথা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম। দোয়ায় অংশ নেন অর্ধশতাধিক কোরআনে হাফেজ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। এ সময় প্রয়াত নুরুল ইসলামের হাতে গড়া যমুনা গ্রুপের সফলতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইন্ডিপেডেন্ট টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি মো. এসএম মাসুদুর রহমান, মাছরাঙা টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমান ইবু, দৈনিক কালের কন্ঠের সালথা-নগরকান্দা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, যুগান্তরের সালথা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম।