Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সুজানগরে স্মরণসভা

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১০:১৫ পিএম

যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সুজানগরে স্মরণসভা

ছবি: যুগান্তর

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনার সুজানগর উপজেলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। যুগান্তরের স্বপ্নদ্রষ্টার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এমএ আলিম রিপন সঞ্চালনা করেন। স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজা উল করিম রেজা, সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।

স্মরণসভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মর্জিনা খাতুন, আমিনপুর থানার ওসি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুলইসলাম শাহজাহান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগারকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাই, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীসুবোধ কুমার নটো, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও বিশিষ্ট ব্যবসায়ী তুষার প্রধানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় মসজিদে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম