৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীর চুল কাটল স্বামী
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১০:২৩ পিএম
বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে দিল পাষণ্ড স্বামী শাহাআলী (২৮)। দুই সন্তানের জননী ফাতেমা বেগম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ শাহাআলীকে আটক করে। বুধবার উপজেলা চরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলা ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের ছালাম ফকিরের পুত্র শাহাআলীর সাথে ২০১৯ সালে বিয়ে হয় বড়বগী ইউনিয়নের পাজরাভাংগা এলাকার দরিদ্র জামাল শেখের কন্যা ফাতেমা বেগমের। বিয়ের পর থেকে একের পর এক যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছে শাহাআলী।
সর্বশেষ ৫০ হাজার টাকা যৌতুকের জন্য বুধবার ২ সন্তানের জননী ফাতেমা বেগমকে মারধর ও মাথার চুল কেটে দিল পাষণ্ড স্বামী। নির্যাতনের মাত্রা সইতে না পেরে বুধবার ফাতেমা বাদী হয়ে থানায় যৌতুক মামলা দায়ের করলে পুলিশ শাহাআলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, মাথার চুল কেটে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূর স্বামী শাহাআলীকে গ্রেফতার করা হয়েছে।