Logo
Logo
×

সারাদেশ

আমাদেরকে গুম পরিবারের সদস্য বলে, এটা কষ্টের: ইলিয়াসপত্নী লুনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০১:১২ পিএম

আমাদেরকে গুম পরিবারের সদস্য বলে, এটা কষ্টের: ইলিয়াসপত্নী লুনা

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, গুম পরিবারের মানুষ হিসেবে আমরা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। এটা যে কত বড় লজ্জার এবং কষ্টের, তা বোঝানো মুশকিল। 

তিনি বলেন, ইলিয়াস আলীকে আপনারা জানেন, চেনেন। সিলেট বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১২ সালের ১৭ এপ্রিল এই সরকার তাকে গুম করে। টিপাইমুখ বাঁধ নিয়ে আন্দোলন করে সিলেটবাসীকে একত্রিত করায় ইলিয়াস আলীকে গুম করা হয়।

রোববার সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় কথাগুলো বলেন তিনি। 

লুনা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সব তরুণ, যারা সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ ছিল, তাদের বেছে বেছে গুম করা হয়েছে। তারা বিএনপিকে দুর্বল করে দিতে এই গুমের রাজনীতি শুরু করে। আর এরপর আমাদের একটি তকমা লাগিয়ে দেওয়া হয়। আমরা যেখানেই যাই আমাদের গুম পরিবারের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বলা হয়, আমরা গুম পরিবারের সদস্য। 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম