কনেপক্ষের কাছে অপবাদ ছড়ানোর প্রতিবাদ, লাঠির আঘাতে চাচার মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১০:১৪ পিএম
লক্ষ্মীপুরে কনেপক্ষের কাছে ছেলের নামে অপবাদ ছড়ানোর ঘটনায় প্রতিবাদ করায় ভাতিজার লাঠির আঘাতে সুজায়েত উল্যা পাটোয়ারী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকায় বায়েজীদ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুজায়েত একই বাড়ির মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগামী সপ্তাহে সুজায়েতের ছেলে সৌরভের বিয়ে হওয়ার কথা ছিল; কিন্তু তার (সুজায়েত) ভাই হানিফ পাটোয়ারী ও ভাতিজা কিরণ পাটোয়ারী কনেপক্ষের কাছে সৌরভের বিরুদ্ধে অপবাদমূলক কথা ছড়িয়ে দেয়। এ ঘটনার কারণ জিজ্ঞেস করতে গেলে তারা তর্কে জড়িয়ে পড়েন। এর মধ্যেই সুজায়েতকে কিল-ঘুসি মারেন কিরণ ও তার বাবা হানিফ। একপর্যায়ে কিরণ লাঠি দিয়ে সুজায়েতের মুখমণ্ডলে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।