ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগব্যায়াম কর্মশালা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১০:০১ পিএম
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগব্যায়াম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় মহানগরীর পদ্মা নদীর তীরসংলগ্ন নোঙরের সামনে সবুজ খোলা মাঠে যোগব্যায়াম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুস্বাস্থ্য, সম্প্রীতি ও শান্তির জন্য যোগব্যায়াম এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে যোগব্যায়াম শীর্ষক এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় বলা হয়- যোগব্যায়াম হলো এমন একটি অনুশীলন যা আধুনিক জীবনের প্রতিকূলতাসমূহ সফলভাবে মোকাবিলা করার জন্য মানসিক স্থিতিশীলতার সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য প্রদান করে।
বিশেষ এই যোগব্যায়াম কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়াম করেন এবং উপস্থিত বাচ্চাদের যোগব্যায়াম শেখান।
অনুষ্ঠান শেষে মনোজ কুমার সকাল সাড়ে ৮টায় বর্ণালী মোড়ে অবস্থিত আইভ্যাক সেন্টার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ভিসা জমাদানকারীদের সঙ্গে ভিসা জমা দেওয়ায় তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এ বিষয়ে খোঁজখবর নেন।