তারাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১০:৫১ পিএম
রংপুরের তারাগঞ্জে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী দুই দিন ধরে অনশন করছেন।
দীর্ঘ দুই বছর ধরে তাদের প্রেম চলছিল বলে দাবি ওই কলেজছাত্রীর। ঘটনাটি ঘটেছে উপজেলার ইকরচালি ইউনিয়নের আসামীগঞ্জ দোলাপাড়া গ্রামে। জানা যায়, উপজেলার ইকরচালি ইউনিয়নের আসামীগঞ্জ দোলাপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (১৯) স্থানীয় একটি কারিগরি বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
একই কলেজের একই বর্ষের ছাত্রী (১৮) রংপুর সদর উপজেলার সেন্টারেরহাট এলাকার বাসিন্দা। কলেজে লেখাপাড়া করতে গিয়ে দুই বছর ধরে তাইজুলের সঙ্গে ওই ছাত্রীর গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে ওই কলেজছাত্রী প্রেমিক তাইজুলকে একাধিকবার বিয়ের জন্য চাপ প্রয়োগ করলেও হবে-হচ্ছে বলে পাশ কাটিয়ে চলেন।
ঈদের পরেই ওই কলেজছাত্রীকে বিয়ে করবেন বলে জানান তাইজুল। ঈদের দ্বিতীয় দিন ওই কলেজছাত্রীকে নিয়ে রংপুরের কয়েকটি দর্শনীয় স্থানে নিয়ে যান; কিন্তু ঈদের তৃতীয় দিনের মাথায় তাইজুল তার মোবাইল ফোন বন্ধ করে দেন। এতে কলেজছাত্রী দুশ্চিন্তায় পড়েন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিয়ের দাবি নিয়ে ওই কলেজছাত্রী তার প্রেমিক তাইজুলের বাড়িতে যান। এ সময় তাইজুল তার বাড়িতে প্রেমিকার অবস্থানের কথা জানতে পেরে গা-ঢাকা দেন।
শুক্রবার বিকাল ৩টায় সরেজমিন তাইজুলের বাড়িতে গিয়ে দেখা যায়, আশপাশের অনেক নারী-পুরুষ ওই কলেজছাত্রীকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন।
এ সময় ওই কলেজছাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি তাইজুলের বাড়িতে আসতে চাইনি, ও আমাকে তার বাড়িতে আসতে বাধ্য করেছে। তাইজুলের সঙ্গে আমার এই বাড়িতে যদি বিয়ে না হয় তাহলে আমি এখানেই আত্মহত্যা করব।
তাইজুলের মামা দলিল লেখক আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভাগিনার সঙ্গে ওই মেয়েকে বিয়ে দিমু। কোনো নিউজ কইরেন না। মেয়ের মামা-দুলাভাইয়ের সঙ্গে কথা চলছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি এলাকার মানুষের মুখে দুই দিন ধরে শুনেছি কিন্তু আমাকে উভয় পক্ষের কেউই এখন পর্যন্ত অবগত করেননি।