এক জমি একাধিকবার বিক্রি করতে নবাবগঞ্জে দোকান ভাঙচুর
নবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১০:৩৩ পিএম
ঢাকার নবাবগঞ্জের কাশিমপুরে এক জমি একাধিবার বিক্রি করতে দখলের উদ্দেশে অর্ধনির্মিত টিন-কাঠের দোকানপাট ভাঙচুর করে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের পাশে শুক্রবার স্থানীয় দুই সহোদর মিজানুর রহমান পনির ও সাহানুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন মিলে ভাঙচুর চালান বলে জানা গেছে।
ওই জায়গা ও দোকানের মালিক আব্দুল রশিদ অভিযোগ করে বলেন, মোট ১৯ শতাংশ জমি মতিউর রহমানের মেয়ে হাবিবা রহমানের কাছ থেকে ২০১২ সালে আমি কিনে নিই। দীর্ঘদিন ধরে হাবিবার সহোদর দুই ভাই পনির ও সাহানুর স্থানীয় কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে আরও বেশি দামের আশায় জমি বিক্রি করেনি মর্মে আমাকে বারবার হয়রানি করে আসছে। ওই জমিতে আমার কিছু অর্ধনির্মিত দোকানপাট হাবিবার ভাই ৫০/৬০ জন লোক নিয়ে ভাঙচুর করে ট্রাকে মালামাল অন্যত্র নিয়ে যায়। আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানাই। ঘটনাস্থল দেখে পুলিশ আমাকে থানায় যেতে বলে।
নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক অজিত কুমার রায় বলেন, আমরা সেখানে কোনো দোকানপাট দিখিনি। কাউকে ভাঙচুর করতেও দিখিনি। কিছু পাকা খুঁটি পড়ে থাকতে দেখেছি। এদিকে পনিরের সঙ্গে মোবাইলে একাধিবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।