গাছের ভেতরে আটকে যায় শিশুর হাত, অতঃপর...
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছায় মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে বিশাল আকৃতির এক বট গাছের কুঠুরির মধ্যে একটি হাত আটকা পড়ে যায় ১০ বছরের শিশু খুকুর। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চণ্ডীমণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।
মিনহাজ রহমান খুকু (১০) একই এলাকার মজনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, শিশু খুকু সকালে বাড়ি থেকে বের হয়ে পশ্চিম চণ্ডীমণ্ডপ এলাকার একটি বিশাল আকৃতির বটগাছের সুড়ঙ্গের ভিতরে অবস্থান করা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে ভিতরে একটি হাত ঢুকিয়ে দেয়। এ সময় তার একটি হাত আটকা পড়ে। শিশুর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। স্থানীয় লোকজন চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে মুক্তাগাছা ফায়ার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা টেকনিক্যাল অপারেশনের পরে ছেলেটিকে অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করে। উদ্ধার কাজের নেতৃত্ব দেন মুক্তাগাছা ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ ও ওয়্যারহাউস ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মণ্ডল।
গাছের ভিতরে হাত আটকে পড়া প্রসঙ্গে শিশু মিনহাজ রহমান খুকু যুগান্তরকে জানায়, মৌচাকে মধু আছে ভেবে আমি গাছের ভিতরে ডান হাত ঢুকাতেই মনে হচ্ছে হাত আরও ভিতরে ঢুকে যাচ্ছে। ভয়ে চিৎকার দিই এবং পাশের লোকজন ছুটে আসেন।
ছেলের বাবা মজনু মিয়া বলেন, কিভাবে কী ঘটেছে এটা আমিও বুঝতেছি না। আমার ছেলে বিপদমুক্ত হয়েছে তাতেই আমি খুশি।
এ প্রসঙ্গে মুক্তাগাছা ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ ও ওয়্যারহাউস ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মণ্ডল যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির মা-বাবার মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।