Logo
Logo
×

সারাদেশ

প্যানেল চেয়ারম্যানের স্ত্রীর নামে ভিজিডি কার্ড!

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম

প্যানেল চেয়ারম্যানের স্ত্রীর নামে ভিজিডি কার্ড!

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৬নং ওয়ার্ডের সদস্য) হাফিজুর রহমানের স্ত্রী পরীফুল বেগমের নামে ভিজিডি কার্ডের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগার ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক। 

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের মোট ৬৪৬টি ভিজিটি কার্ড বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্যানেল চেয়ারম্যান (৬নং ওয়ার্ডের সদস্য) হাফিজুর রহমান তার ওয়ার্ডে বিনামূল্যে বিতরণের জন্য ১০টি কার্ড বরাদ্দ পান। বরাদ্দ অনুযায়ী তিনি ১০ জনের তালিকা দেন। তালিকায় বগারচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের স্ত্রী পরীফুল বেগমের নাম রয়েছে। পরীফুল বেগম চলতি বছরে জানুয়ারি থেকে ভিজিডি কার্ডের সুবিধা হিসেবে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পেয়ে আসছেন।

এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, আমার স্ত্রীর নামে ভিজিডি কার্ড আছে। তবে কার্ডের চাল আমরা খাই না। অপর এক অসহায় নারীকে বিনামূল্যে দিয়ে দেই।

বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম জানান, সরকারি পরিপত্র অনুযায়ী অসচ্ছল ব্যক্তিরাই কার্ডটি পাওয়ার যোগ্য। হাফিজুর মেম্বার তার নিজের স্ত্রীর নামেও ভিজিডি কার্ড করেছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম