হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, কমেছে দাম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম
![হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, কমেছে দাম](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/07/05/image-692622-1688566302.jpg)
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে, যার ফলে কমতে শুরু করেছে পণ্যটির দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা মঙ্গলবার বিক্রি হয়েছে ২৫০ টাকায়।
বাজারে সরবরাহ বেশি, সেই সঙ্গে ভারত থেকে কাঁচামরিচ আমদানির কারণে দাম কমতে শুরু করেছে বলে ব্যবসায়ীরা জানান। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বুধবার বিকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। সেই খবরে মোকামগুলোতে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। যদি ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকে তাহলে বাজারে পণ্যটির দাম আরও অনেকটাই কমে যাবে।
হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভারতীয় চারটি ট্রাকে প্রায় ৩০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।