Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় জেলের জালে ৩৬ কেজির বাগাড় 

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৪:৩৬ পিএম

পদ্মায় জেলের জালে ৩৬ কেজির বাগাড় 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ৩৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। যেটি ৪৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। 
সোমবার ভোররাত ৫টার দিকে পদ্মা নদীর উজানে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানায়, প্রতিদিনের ন্যায় রোববার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যায়। 

রাতে কোনো মাছ না পাওয়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। সোমবার ভোররাতের দিকে জাল জোরে নড়াচড়া করলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল টেনে তুলে দেখতে পাই, বড় একটি বাগাড় মাছ জালে আটকা পড়েছে। পরে মাছটি সোমবার বিক্রির জন্য দৌলতদিয়া দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে নেন। 

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে দুলাল মন্ডলের আড়ত থেকে সাড়ে ৩৬ কেজি ওজনের বাগাড় মাছটি ১ হাজার ২শ ৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৬শ ২৫ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি আমার আড়ত ঘরে রেখে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনের মাধ্যমে প্রতি কেজি ১হাজার ৩শত টাকা কেজি দরে ৪৭ হাজার ৪শ ৫০ টাকায় বিক্রি করেছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম