ঈদে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ২ বন্ধুসহ ৩ জন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১১:৪৮ এএম
কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশার ২ বন্ধুসহ তিনজন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষ্যে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় অটোরিকশার দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই বন্ধু ও অটোরিকশার চালককে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল দক্ষিণ কলেজপাড়া এলাকার মৃত আনোয়ারের ছেলে আব্দুল আওয়াল (১৬), মৃত রিপনের ছেলে ফকর (১৬) এবং অটোচালক বাবু মিয়া (৩৫)।
জানা যায়, ঈদ উপলক্ষ্যে ১১ জন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিল। তাদের বহনকারী অটোরিকশাকে পেছন দিক থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাকিব হাসান বলেন, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল।
এ সময় বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। বাসটি শনাক্ত করা হয়েছে। অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।