Logo
Logo
×

সারাদেশ

জেলেদের জালে উঠল ৯৮ কেজির বাঘাইড়

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১১:০২ পিএম

জেলেদের জালে উঠল ৯৮ কেজির বাঘাইড়

মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীর শেরপুরে জেলেদের জালে ৯৮ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার দিবাগত রাতে জেলেদের জালে ওই মাছ ধরা পড়ে।

রোববার সকালে জেলের কাছ থেকে মাছটি কিনেন জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদীপাড়ের নোয়াটিলা গ্রামের রুবেল মিয়া। তিনি মাছটি নদীপাড়ের শত বছর বয়সি কালারবাজারে নিয়ে আসেন।

ক্রেতাদের অনুরোধে আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে মাছটি কেটে কেজি দরে বিক্রি করছেন। এতবড় বাঘাইড় মাছের খবরটি নেট দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়।

মৎস্য বিক্রেতা রুবেল মিয়া জানান, কুশিয়ারা নদীপাড়ের শেরপুর থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে এনেছি। কালারবাজারে কেটে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করেছি।

কালারবাজারের ব্যবসায়ী আব্দুল মুমিন সবুজ ও শেফুল বিশ্বাস বলেন, মাছ নরম হওয়ায় কম দামে কিনতে পেরেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম