Logo
Logo
×

সারাদেশ

গোর-এ শহীদ ময়দানে নামাজ আদায়ের সুবিধার্থে ২টি স্পেশাল ট্রেন

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:৩২ পিএম

গোর-এ শহীদ ময়দানে নামাজ আদায়ের সুবিধার্থে ২টি স্পেশাল ট্রেন

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে নামাজ আদায়ের সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। পবিত্র ঈদুল আজহার দিন গোর-এ শহীদ ঈদগাহ স্পেশাল নামে ট্রেন দুটি চলাচল করবে।

রোববার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

পত্রে উল্লেখ করা হয়, দিনাজপুর গোর-এ শহীদ বড় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে পার্শ্ববর্তী এলাকার সম্মানিত মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের সুবিধার্থে আগামী ২৯ জুন ঈদের দিন ঠাকুরগাঁও থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত দুটি স্পেশাল ট্রেন চলবে।

ঠাকুরগাঁও থেকে ভোর ৫টায় ছেড়ে স্পেশাল ট্রেনটি দিনাজপুর রেলস্টেশনে এসে পৌঁছবে সকাল সোয়া ৭টায়। নামাজ শেষে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর রেলস্টেশন থেকে ছেড়ে ট্রেনটি ঠাকুরগাঁওয়ে গিয়ে পৌঁছবে বেলা সাড়ে ১১টায়। স্পেশাল ট্রেনটি আসা এবং যাওয়ার সময় শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, মঙ্গলপুর এবং কাঞ্চন জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

অপর স্পেশাল ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে সকাল ৭টায় ছেড়ে দিনাজপুরে এসে পৌঁছবে পৌনে ৮টায়। নামাজ শেষে সকাল সোয়া ৯টায় ট্রেনটি দিনাজপুর রেলস্টেশন থেকে ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে সকাল ১০টায়। এই স্পেশাল ট্রেনটি পার্বতীপুর থেকে দিনাজপুর আসা এবং যাওয়ার পথে মম্মথপুর, চিরিরবন্দর এবং কাউগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম