সন্ত্রাসী কার্যক্রম রুখতে পাহাড়ে বিজিবির টহল, স্বস্তিতে ব্যবসায়ীরা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:১৮ পিএম

ফাইল ছবি
খাগড়াছড়ি-রামগড় সড়কের পাতাছড়া ইউপির বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানতে পেরে বিজিবি টহল বাড়িয়ে দিয়েছে। এতে স্বস্তিতে রয়েছেন পরিবহণ মালিক, ব্যবসায়ী, যাত্রী ও সাধারণ মানুষরা।
গত কিছুদিন ধরে খাগড়াছড়ি-রামগড় সড়কের দাতারামপাড়া, ঢাকাইয়া কলোনি, যৌথখামার এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফের লোকজন গরুরগাড়ি, ফলবাহী গাড়ি, গাছ ও বাঁশের গাড়ি থামিয়ে জোরপূর্বক চাঁদা তুলে আসছিল। এমনকি চাঁদা না পেয়ে চালক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।
সন্ত্রাসীরা দিন-রাতে বিভিন্ন সময় নিয়মিতভাবে এটি করার কারণে সড়কে চলাচলরত পরিবহণ মালিক শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের উদ্বেগের কথা রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. আবু বক্কর সিদ্দিক সাইমুম জানতে পেরে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি টহলের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বিজিবি প্রতিহত করবে।
এদিকে বিজিবির টহল বেড়ে যাওয়ায় কয়েক দিন যাবত সড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গরু ব্যবসায়ী আজমত উল্যাহ, বাহার মিয়া জানান, পার্বত্য এলাকার গরু সমতলে ব্যাপক চাহিদা থাকায় তারা খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে সমতলে বিক্রি করতেন। এতে তারা লাভবান হতেন কিন্তু রামগড় সড়কে অস্ত্রধারী সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে চাঁদা নেওয়ায় তাদের মাঝে আতঙ্ক দেখা দেয়। বর্তমানে বিজিবির নিয়মিত টহলের কারণে তারা এখন নির্বিঘ্নে গরুবাহী গাড়ি নিতে পারছেন।