Logo
Logo
×

সারাদেশ

‘বিএনপির দুঃশাসন তুলে ধরলে মানুষ ফের নৌকায় ভোট দেবে’

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১০:২৩ পিএম

‘বিএনপির দুঃশাসন তুলে ধরলে মানুষ ফের নৌকায় ভোট দেবে’

বিগত দিনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের জালাও-পোড়াও দু:শাসনের চিত্রও তুলে ধরতে হবে। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। 

শনিবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, জয় সেট (স্মার্ট সার্ভিস, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং) সেন্টারে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে এলাকার তরুণ-তরুণীরা লাখ লাখ টাকা আয় করতে পারবে। এখন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। এ সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝেও তুলে ধরতে হবে। 

তিনি আরও বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেট জয়ের তত্ত্বাবধানে সফলভাবে ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম