Logo
Logo
×

সারাদেশ

নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১১:১৯ পিএম

নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু

ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে আলী আকবর (৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়েছে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলী আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি এ ওই সাপ দিয়ে ঝাড়-ফুঁক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর জন্য খাঁচা থেকে বের করেন। এ সময় সাপটি হঠাৎ করে তাকে ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে তিনি মারা যান।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ঘটনাটি আমরা শুনেছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম