Logo
Logo
×

সারাদেশ

পৌর নির্বাচনে নৌকা জিতলে সব ট্যাক্স দেবেন উপজেলা চেয়ারম্যান

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১০:৫২ পিএম

পৌর নির্বাচনে নৌকা জিতলে সব ট্যাক্স দেবেন উপজেলা চেয়ারম্যান

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেয়র পদে জিতলে পৌরবাসীর সব ট্যাক্স মওকুফ করে তাদের হয়ে নিজেই সরকারের রাজস্ব খাতে তা পরিশোধ করার ঘোষণা দিয়েছেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। 

শুক্রবার বিকালে উপজেলার রিজার্ভ পুকুরপাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। 

মিরাজুল ইসলাম বলেন, আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে যদি ভান্ডারিয়ার ভোটাররা নৌকায় ভোট দিয়ে মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে পৌরসভার নাগরিকদের সব ট্যাক্স তিনি নিজেই বহন করবেন। 

পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ার‌ম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মান্নান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ার সিকদার রিসান, যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার প্রমুখ।  

আলোচনা শেষে দোয়া ও মেনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম