কমেন্টস নিয়ে এমপি মমতাজ-উপজেলা চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে আহত ৫
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১১:১৯ পিএম
ফেসবুক স্ট্যাটাসের কমেন্টসকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে এমপি মমতাজ বেগম গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। এছাড়া পৃথক দুটি মামলা হয়েছে।
উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দুপুরের দিকে প্রথম দফায় হামলায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. ইউসুফ দেওয়ান আহত হন। ইউসুফের সঙ্গে থাকা আহত মো. রাজ্জাক জানান, গত কয়েক দিন পূর্বে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ানের নামে চাঁদাবাজির মামলা হয় মর্মে পোস্টকৃত ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করেন হরিরামপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এমপি অনুসারী মো. ইউসুফ দেওয়ান।
এরই জের ধরে বুধবার সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে অবস্থিত শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ দেওয়ানের দোকানে যান চেয়ারম্যান পুত্র নবীনুর দেওয়ান। ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় দোকানে ভাংচুরসহ উপস্থিত শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ দেওয়ানের বোন আহত হন। তাদের স্থানীয় হরিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলে কর্তব্যরত ডাক্তার ইউসুফ দেওয়ানকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
আহত অন্যরা হলেন- রাজ্জাক (২৮), আসমা (৪২) ও ছাত্রলীগের দপ্তর সম্পাদক বয়রা ইউনিয়ন ওয়াসিম (২১)।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুরের ছেলে নবীনুর দেওয়ানের ফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুরের অনুসারী ধুলসুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম জানান, হরিরামপুর উপজেলা চত্বরের সামনে এমপি মমতাজ বেগমের অনুসারী হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানসহ ১৫-২০ জন নেতাকর্মী ওসির সামনেই আমার ওপর হামলা করে মারধর করে। আমিসহ আরেকজন আহত হই। তবে কী কারণে আমার ওপর হামলা করা হয়েছে সেটা আমি জানি না।
এ ব্যাপারে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান, পৃথক দুটি স্থানে দুই দফায় মারামারির ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়েছে। মারামারির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান জানান, হরিরামপুরের বালু মহল না পাওয়ার ক্ষোভে এমপি মমতাজ বেগমের অনুসারীরা বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এতে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেও তিনি জানান।
মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের মোবাইল ফোনে এ ব্যাপারে তার বক্তব্য জানতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর ক্ষুদেবার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।