Logo
Logo
×

সারাদেশ

জেলের জালে ধরা পড়ল সাড়ে ৫ কেজি ওজনের পাহাড়ি বাইম

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০২:৫১ পিএম

জেলের জালে ধরা পড়ল সাড়ে ৫ কেজি ওজনের পাহাড়ি বাইম

হিমালয় থেকে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় কুড়িগ্রামের কচাকাটার নদে ধরা পড়েছে সাড়ে ৫ কেজি ওজনের একটি বাইম। 

গতকাল মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর সাতানা গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে আফজাল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। 

তিনি জানান, প্রতিদিনের মতো মাদারগঞ্জ ঘাটে ভারতের হিমালয় থেকে নেমে আসা গঙ্গাধার নদে ফাঁস জাল পাতেন। এ সময় তার জালে সাড়ে ৫ কেজি ওজনের একটি পাহাড়ি বাইম মাছ আটকা পড়ে। মাছটি কচাকাটা বাজারে আনলে সেটি দেখতে শত শত জনতা ভিড় জমায়। তবে অনেকে মনে করছেন ইল প্রজাতির পাহাড়ি বাইম মাছ। 

মাছটি বিক্রি হয় তিন হাজার টাকায়। পরে মাছটি ৬০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করা হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী শ্রী হরিবালা বিশ্বাস জানান, বর্ষাকালে মাঝে মাঝে এমন মাছ জালে আটকা পড়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম