‘দুই দিন আগেও আমাদের বাড়িঘর সব ছিল’
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৩, ১০:৪৯ পিএম
যমুনায় আকস্মিক পানি বৃদ্ধির কারণে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাঁচিল গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ গ্রামের অন্তত ২০টি বাড়িঘর ও অর্ধশত গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব বাড়িঘরের অসহায় মানুষজন অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে আবার ভাঙনের হাত থেকে রক্ষার জন্য দ্রুত ঘর ও আসবাপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ফলে পুরো এলাকায় ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পাঁচিল গ্রামের মির্জা সরকার, চতুর আলী ও আব্দুল আলীম বলেন, ‘দুই দিন আগেও আমাদের বাড়িঘর সব ছিল। আজ আমরা পথে বসে গেছি। আমাদের কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আমরা এখন ভাসমান মানুষে পরিণত হয়েছি।’
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।