Logo
Logo
×

সারাদেশ

শৌখিন মাছ শিকারির কোঁচে ধরা পড়ল ১৬ কেজির বোয়ালমাছ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১১:১৭ পিএম

শৌখিন মাছ শিকারির কোঁচে ধরা পড়ল ১৬ কেজির বোয়ালমাছ

শৌখিন মাছ শিকারির কোঁচে ধরা পড়ল ১৬ কেজি ওজনের একটি বোয়ালমাছ। মাছটিকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের গারুহাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে মাছটি ধরা পড়ে।

রোববার দিবাগত রাতে মাছটি শিকার করেন ওই ইউনিয়নের ছত্রপুর এলাকার কামরুজ্জামান ও আব্দুল হাই নামের দুই ব্যক্তি।

স্থানীয়রা জানান, শৌখিন মাছ শিকারি কামরুজ্জামান ও আব্দুল হাই রাতে কোঁচ দিয়ে মাছ ধরতে যান গারুহারা এলাকায়। টর্চলাইটের আলোয় মাছটি দেখতে পেয়ে কোঁচ দিয়ে ধরা হয় মাছটিকে। পরে তারা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে মাছটিকে নিয়ে কেটে ভাগ করে নিয়েছেন।

শৌখিন মাছ শিকারি কামরুজ্জামান বলেন, আমরা মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে যাই। রাতে টর্চলাইট জ্বালিয়ে মাছ ধরি। এর আগে এত বড় মাছ আমি পাইনি। জীবনের প্রথম ১৬ কেজির এ বোয়াল মাছটি ধরতে পারলাম। মাছটি দেখে পরিবারসহ সন্তানরা অনেক খুশি হয়েছে। 

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, এই সময়টা মাছের ডিম দেওয়ার সময়। এ কারণেই বিভিন্ন প্রজাতির মাছ অনেক স্থানে ছোটাছুটি করছে। বোয়ালমাছ ধরা যাবে, তবে বাঘাইড় মাছ ধরা আইনত নিষিদ্ধ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম