Logo
Logo
×

সারাদেশ

‘পছন্দের’ ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট না করানোয় রিপোর্ট দেখলেন না ডাক্তার!

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১১:১৬ পিএম

‘পছন্দের’ ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট না করানোয় রিপোর্ট দেখলেন না ডাক্তার!

ঝিনাইদহের মহেশপুরে পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট না করানোয় রিপোর্ট দেখেননি মহেশপুর হাসপাতালের চিকিৎসক ডা. আশরাবুর শহীদ। রোববার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অ্যালার্জির সমস্যায় রোববার সকালে মহেশপুর হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন নস্তি গ্রামের জামাই বাড়িতে বেড়াতে আসা বাবলি খাতুন। রোগী দেখার পর হাসপাতালের ডাক্তার আশরাবুর শহীদ প্রেসক্রিপশনে কিছু টেস্ট লেখেন।

বাবলি খাতুনের জামাতা সেলিম রেজা জানান, শনিবার রাতে শাশুড়ির শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দিলে সকালে মহেশপুর হাসপাতালে নিয়ে আসেন। রোগী দেখার পর ওই হাসপাতালের চিকিৎসক ডা. আশরাবুর শহীদ কিছু টেস্ট লিখে দিয়ে পছন্দের ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট করাতে বলেন। কিন্তু ওই স্থানে না গিয়ে অন্য ডায়াগনস্টিক থেকে রিপোর্ট করানো হলে ডাক্তার রিপোর্ট দেখবেন না বলে জানিয়ে দেন। পরে ডাক্তার না দেখিয়ে ফিরে যেতে হয়েছে তাদের।

ডা. আশরাবুর শহীদ অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। কিছু রোগী ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক সময় রিপোর্ট নিয়ে আসেন। সেই রিপোর্টগুলো দেখি না এমনটি হতে পারে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম