Logo
Logo
×

সারাদেশ

ইমাম মুয়াজ্জিন, খাদিমের চাকরি জাতীয়করণের দাবি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১১:০৬ পিএম

ইমাম মুয়াজ্জিন, খাদিমের চাকরি জাতীয়করণের দাবি

দেশের সাড়ে তিনশ সরকারি কলেজ মসজিদের সাড়ে পাঁচশ ইমাম-মুয়াজ্জিন-খাদিমের চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ নেতারা।

বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করেও ইমাম-মুয়াজ্জিনরা সামান্য বেতন ভোগ করেন। অথচ একজন চতুর্থ শ্রেণির কর্মচারীও সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করেন। এ বৈষম্যের বিরুদ্ধে সব সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিন-খাদিমকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

রোববার সকালে খুলনার হোটেল ক্যাসল সালামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিষদের কেন্দ্রীয় নেতারা। সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মাওলানা এহসান উদ্দিন। হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিম ও কেন্দ্রীয় অর্থ সচিব মাওলানা আ. আলিম। সভায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি কলেজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা বক্তৃতা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম