Logo
Logo
×

সারাদেশ

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১১:০৫ পিএম

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে এ বিশেষ উঠান বৈঠক হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খাতুনের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে- কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আবসার চৌধুরী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, মার্দাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনম সেলিমউদ্দিন চৌধুরী, কলেজের দাতা সদস্য মো. আবদুল মান্নান, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য সাতকানিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। আর্দশবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম