Logo
Logo
×

সারাদেশ

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ফাঁস, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৯:৫৫ পিএম

ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ফাঁস, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

রংপুরের বদরগঞ্জ উপজেলার পল্লীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় পরীক্ষা বন্ধ রেখে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে শত শত শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধন করে বিক্ষোভ করেছেন। 

বৃহস্পতিবার বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চম্পাতলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের কঠোর শাস্তির দাবিতে বিদ্যালয় মাঠে জড়ো হন শত শত শিক্ষার্থী ও অভিভাবক। একপর্যায়ে প্রধান শিক্ষককে অপসারণ করাসহ দ্রুত শাস্তির দাবি জানিয়ে বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। এতে ওই দিনের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 
স্থানীয় গ্রামবাসী ও ছাত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার নানা অভিযোগ রয়েছে। তিনি সুযোগ বুঝে ছাত্রীদের তার কক্ষে ডেকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। 
 
ওই শিক্ষার্থী এ নিয়ে কান্নাকাটি করে তার বাবা-মাকে বিষয়টি জানালে ঘটনা প্রকাশ পায়। শিক্ষার্থীর ভবিষ্যত চিন্তা করে প্রধান শিক্ষককে সতর্ক করে অনুরোধ করা হয়; কিন্তু আব্দুর রাজ্জাক গত বুধবার রাতের দিকে ওই ছাত্রীকে স্কুল শুরুর আগেই তার কক্ষে দেখা করার জন্য ফোন করেন। এতে তিনি ওই ছাত্রীর জন্য উপহার সামগ্রী দেবেন বলেও জানান। আব্দুর রাজ্জাকের এমন কথাবর্তার একটি অডিও ফাঁস হয়ে পড়লে ওই শিক্ষার্থীর অভিভাবকসহ আশপাশের লোকজন একত্রিত হয়ে ঝাড়ু মিছিল নিয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যান। এ সময় তারা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে খুঁজে না পেয়ে বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন করে বিক্ষোভ করেন।  

পরিস্থিতি জানতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) কাশফিয়া তাসরিন। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু অভিভাবকসহ সেখানকার সাধারণ মানুষ ওই লম্পট প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। পরে তারা ঘটনাস্থল থেকে ফিরে আসেন। 

এক অভিভাবক বলেন, ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। মোবাইল ফোনে বিরক্ত করত। ছাত্রীদের উপহারের দেওয়ার টোপ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করত। আমরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্কুলের কক্ষে তালা মেরে দিয়েছি। আব্দুর রাজ্জাককে স্কুল থেকে বিদায় না করা পর্যন্ত তালা দেওয়া থাকবে। তার কঠোর শাস্তি চাই।

ওই বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান বলেন, এ নিয়ে আমরা প্রধান শিক্ষককে অনেকবার বলেছি। তিনি কারো কোনো কথা শোনেননি। এখন অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে স্কুলে তালা ঝুলিয়েছেন। পরীক্ষা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। 

স্কুল কমিটির সভাপতি মমতাজ হোসেন বলেন, কেউ আমাকে এ ধরনের অভিযোগ দেয়নি। প্রমাণ মিললে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাশফিয়া তাশরিন বলেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে বিদ্যালয়ে পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোরভাবে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম