Logo
Logo
×

সারাদেশ

শ্রমিক নিহতের ঘটনায় অবরোধ, ২ ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর 

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম

শ্রমিক নিহতের ঘটনায় অবরোধ, ২ ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রো থানাধীন জিরানী এলাকায় পোশাক কারখানার শ্রমিক নিহতের ঘটনায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাখেন শ্রমিকরা। ফলে এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে দুই ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক করে।

বুধবার সকালে পোশাক কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন।  

কাশিমপুর মেট্রো থানার ওসি রাফিউল করিম রাফি জানান, সকালে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে ভ্যানরিকশাযোগে এক শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস ওই ভ্যানরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পোশাক কারখানার শ্রমিক মারা যান। ঘটনাটি জানাজানি হলে ওই কারখানার শত শত শ্রমিক চন্দ্রা নবীনগর সড়কের দুই লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তিনি বলেন, এতে ওই সড়কে সব প্রকার গাড়ি চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে দুই ঘণ্টা চেষ্টার পরে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম