Logo
Logo
×

সারাদেশ

ডা. মুরাদের বক্তব্য কোট করে ওয়াজ করলেন তাহেরী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০২:২০ পিএম

ডা. মুরাদের বক্তব্য কোট করে ওয়াজ করলেন তাহেরী

সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দীর্ঘদিন আলোচনার বাইরে। কিন্তু হঠাৎ তার দেখা মিলল ওয়াজ মাহফিলে মঞ্চের চেয়ারে। 

সম্প্রতি জামালপুরের দামোদরপুর পোগলদিঘা সরিষাবাড়ী এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আলোচক ছিলেন মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। তার পাশে বসে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ। 

সেই ওয়াজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, তাহেরীর আগে বক্তব্য দেন ডা. মুরাদ।  

এ সময় ডা. মুরাদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। সেই বক্তব্যকে কোট করে তাহেরী আলোচনা করেন। তাহেরী শ্রোতাদের উদ্দেশে বলেন, যেমন কর্ম করবেন, তেমন ফল পাবেন। যেমন মাটিতে আমের গাছ লাগালে আম পাওয়া যায়; কিন্তু ভুট্টা পাওয়া সম্ভব না। পাশে বসা ডা. মুরাদ হাসান মাথা ঝাঁকিয়ে সম্মতি দিচ্ছেন। 

এর আগে গত বছর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ফোনালাপ দেশজুড়ে ভাইরাল হওয়ার পর বিতর্ক ওঠে জামালপুর-৪ আসনে সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে ঘিরে। বিতর্কিত কর্মকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেন। এর পর বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বাড়িতেই থাকেন। এর পর থেকে তাকে তেমন কোনো কর্মসূচিতে দেখা যায় না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম