Logo
Logo
×

সারাদেশ

রংপুরে দুদকের গণশুনানি: ভূমিসেবা নিয়ে অভিযোগ বেশি

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১০:৩৭ পিএম

রংপুরে দুদকের গণশুনানি: ভূমিসেবা নিয়ে অভিযোগ বেশি

রংপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ, সিটি করপোরেশন ও ভূমিসেবা নিয়ে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ভূমি অফিসের সেবা নিয়ে বেশি অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

মঙ্গলবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব আলম।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আঞ্জুমান কালাম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

গণশুনানিতে বিআরটিএর ছয়টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাতটি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ৪টি, জেলা রেজিস্ট্রার অফিসের একটি, সিভিল সার্জন কার্যালয়ের দুইটি, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চারটি, সিটি করপোরেশনের আটটি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুইটি, সদর উপজেলা ভূমি অফিসের ১০টি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুইটি, পল্লী বিদ্যুৎ সমিতি, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলা মৎস্য অফিস, পাসপোর্ট অফিস, উপজেলা সমাজসেবা অফিস, গণপূর্ত অফিস, পরিবেশ অধিদপ্তর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়, বরেন্দ্র প্রকল্প-২, রংপুর সদর সাব-রেজিস্ট্রার, পানি উন্নয়ন বোর্ড, কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, নেসকো, সেটেলমেন্ট, রুপালী ব্যাংক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ পুলিশসহ ৩০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭৭ জনের অভিযোগের গণশুনানি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম