রাজশাহী সিটিতে ভোটের সময় মেসে থাকতে পারবেন না বহিরাগতরা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৯:০৬ পিএম
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দুই দিন আগে থেকে মেসে কোনো বহিরাগত থাকতে পারবেন না। রাজশাহী মহানগর মেস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার রাজশাহী মহানগর মেস মালিক সমিতি এ সিদ্ধান্ত জানিয়ে মেস মালিকদের চিঠি দিয়েছে।
আগামী ২১ জুন রাসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মেস মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, আগামী ১৯ থেকে ২১ জুন শিক্ষার্থীরা মেসে থাকতে পারবেন। তবে এই সময় কোনো বহিরাগত অতিথি মেসে থাকতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করতে মেস মালিকদের সমিতি অনুরোধ করেছে।
সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ ও যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, নাশকতা বা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব।