শিবসা নদীর চরে মিলল ৯০ কেজির ডলফিন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৭:৩০ পিএম
![শিবসা নদীর চরে মিলল ৯০ কেজির ডলফিন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/06/12/image-685244-1686576655.jpg)
খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে ৯০ কেজি ওজনের ডলফিন উদ্ধার করেছেন এলাকাবাসী। সোমবার সকাল ৬টায় পৌরসভার শিববাটী ব্রিজসংলগ্ন ভবেন্দ্রনাথ সানার বাড়ির সামনে নদীর চর থেকে এটা উদ্ধার করা হয়।
রাতে জোয়ারের সময় এটা শিবসা নদীতে আসে; যা ভাটার সময় চর জেগে উঠায় আর নামতে না পারায় চরের বুকে আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী বিশাল আকৃতির এ ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করলেও ততক্ষণে সেটা মারা যায়।
স্থানীয় ভবেন্দ্রনাথ সানা জানান, সকালে উঠে তিন চরের মধ্যে একটি বিশাল আকারের মাছ দেখতে পান। এরপর তিনি কাছে গিয়ে দেখেন সেটা মাছ না একটা ডলফিন। পরে তা ডাঙ্গায় তুলে ওজন করে দেখেন ওজন ৯০ কেজি। মৃত ডলফিনটি দেখতে উৎসুক মানুষ শিবসা নদীর চরে ভিড় জমান।