Logo
Logo
×

সারাদেশ

জেলের জালে পদ্মার ১৯ কেজির কাতল

Icon

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১১:১৬ পিএম

জেলের জালে পদ্মার ১৯ কেজির কাতল

চরভদ্রাসন উপজেলা সদরের মাছ বাজারে শনিবার সন্ধ্যায় উঠে ১৯ কেজি ওজনের কাতল মাছ। পার্শ্ববর্তী সদরপুর উপজেলার পদ্মা নদীর পেয়াজখালি জলমহাল থেকে মাছটি ধরা পড়েছে। সেখান থেকে ইখলাছ ফকির (৫৫) নামে এক ব্যবসায়ী উপজেলা সদর বাজারে মাছটি বিক্রি করার জন্য আনেন।  মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

ইখলাছ ফকির জানান, পদ্মা নদীর পেয়াজখালি মৌজার জলমহালে শনিবার দুপুরে জেলেরা জাল ফেলেন।  কিছুক্ষণ পর বিশাল কাতল মাছ জালে ধরা পড়ে। বিকালে ১৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন তিনি।  পরে কাতল মাছটি কেটে ভাগাভাগি করে বিক্রি করা হয় ২৫ হাজার টাকা।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম