Logo
Logo
×

সারাদেশ

‘অসাধু ব্যবসায়ীদের কারণে পেঁয়াজের দাম বেড়েছিল’

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৭:২৬ পিএম

‘অসাধু ব্যবসায়ীদের কারণে পেঁয়াজের দাম বেড়েছিল’

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল। তবে ভারত থেকে আমদানির ফলে এখন দাম কমে আসছে। অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকার কাজ করছে। 

শনিবার দুপুরে উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত গভীর নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মান্নান বলেন, শেখ হাসিনা সরকারে থাকলে উন্নয়ন হয়। বিগত ১৫ বছরে দেশের চেহারা পালটে গেছে। এ সরকারের আমলে ব্যাপকহারে রাস্তা, ব্রিজ, কালভার্ট স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ ও মন্দিরসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সর্বত্র এখন উন্নয়নের জোয়ার বইছে। 

বিদ্যুতের বিষয়ে মন্ত্রী বলেন, এই সংকট খুব দ্রুতই কেটে যাবে। সরকার আন্তরিকভাবে কাজ করছে। 

সরকারের ধারাবাহিকতা রক্ষায় আগামীতে ও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুবলীগ সহসভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার।  আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানূর রশীদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম