Logo
Logo
×

সারাদেশ

লিটনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আ.লীগ নেতা বহিষ্কার 

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৩:২০ পিএম

লিটনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আ.লীগ নেতা বহিষ্কার 

এএইচএম খায়রুজ্জামান লিটন

সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

তবে নগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতা শংকর ঘোষের কুমারপাড়ার বাড়ি ভাঙচুর চালান। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন দেন।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, খায়রুজ্জামান লিটনকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটনের সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। 

শংকর ঘোষের এমন অশোভন আচরণে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের একজন দায়িত্বশীল পদে থেকে এসব অশোভন মন্তব্য দলের গঠনতন্ত্রের পরিপন্থীও বটে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় শংকর ঘোষকে সাংগঠনিকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।   

এদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শংকর ঘোষের কুমারপাড়ার বাড়িতে হামলা চালায় এবং বাড়িতে ভাঙচুর করে। হামলার সময় শংকর ঘোষ বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান। তার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।     

রাজশাহীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ও কুরুচিপূর্ণ রটনা ছড়ানোর অভিযোগে দলের গঠনতন্ত্র অনুযায়ী শংকর ঘোষকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মহানগর কমিটিকে সুপারিশ করা হয়েছে। 

প্রসঙ্গত, বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতা শংকর ঘোষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অনুসারী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম