Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১০:৫৪ পিএম

ধামরাইয়ে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা

ঢাকার ধামরাইয়ে ইসলামবাদ নান্দেশ্বরী দারুল উলুম দাওরায়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা মোহাম্মদ আব্দুস সালামের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৩টার দিকে পশ্চিম নান্দেশ্বরী বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ১৯৯২ সালে মাওলানা আব্দুস সালাম মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সাল পর্যন্ত (৩১ বছর) কোনো হিসাব-নিকাশ দেননি। তিনি কোনো হিসাবরক্ষক না রেখেই একাই সব দায়িত্ব পালন করেছেন। তিনি নিজের খেয়ালখুশি মতো অর্থ খরচসহ সব দায়িত্ব পালন করে বিতর্কের সৃষ্টি করেছেন। 

তারা আরও বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির তদন্তে দুর্নীতির প্রমাণ মিললেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে পালাতে সাহায্য করা হয়েছে। আমরা তার বিচার দাবির পাশাপাশি এতিমদের টাকা ফেরত চাই। 

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম বলেন, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। তারা আমার নামে মিথ্যাচার করছে। আমি আত্মসম্মানের ভয়ে ওই মাদ্রাসা ছেড়েছি। আমি কোনো অপরাধী নই।

পশ্চিম নান্দেশ্বরী বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, অধ্যক্ষ আব্দুস সালামের বিরুদ্ধে উচ্চ আদালতে আমি মামলা করেছি। দীর্ঘ দিন সংগ্রাম করার পর তার বিরুদ্ধে ম্যানেজিং কমিটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে ১৯টি দুর্নীতি চিহ্নিত হয়। এরপরও ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ ও টাকা এতিমের টাকা আদায় না করেই তাকে পালাতে সহায়তা করেছে।

এ ব্যাপারে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। আমরা যা করেছি তা প্রতিষ্ঠানের মঙ্গল ও ভবিষ্যতের কথা ভেবেই করেছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম