পূবাইলে কৃষক লীগ নেতার অফিসে চুরি
পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৪:১৩ পিএম
গাজীপুর মহানগরীর পূবাইলে তরঙ্গ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দিবাগত রাত ২টায় পূবাইল মেট্রোপলিটন থানার ৪১ নং ওয়ার্ডের উধুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লোডশেডিং, আইন শৃঙ্খলার অবনতিতে চোর ডাকাতের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে পূবাইলবাসী। শুধু তাই নয়, চুরি ও ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে পড়েছে।
পূবাইল ৪১ নং ওয়ার্ডের কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির সভাপতি নিবাস চন্দ্র দাস জানান, অফিসের সামনে সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চোর। পরে টেবিলের ড্রয়ারে রাখা ২ লাখ ত্রিশ হাজার টাকা নিয়ে বিভিন্ন খাতাপত্র ছিঁড়ে ফেলে রেখে যায় তারা। ভোরে প্রতিবেশী হরিশ চন্দ্রের মাধ্যমে জানতে পারি বিষয়টি। পরে পুলিশকে খবর দিই।
এর আগে গত কয়েক সপ্তাহের ব্যবধানে পূবাইলের একই ওয়ার্ডে যুগান্তর সাংবাদিকের বাড়িতে ডাকাতি, এক বাড়িতে চুরি, আরও দুই বাড়িতে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পূবাইল থানার এসআই সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ এসেছে।