নির্বাচন পরবর্তী সহিংসতা: সন্দ্বীপে ইউপি চেয়ারম্যান টিটুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১০:৫৪ পিএম
কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুর রাজী টিটু।
সন্দ্বীপে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনায় কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুর রাজী টিটুসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল কাদের ৩ জুন মামলাটি দায়ের করেন। মামলায় চেয়ারম্যান টিটু ছাড়াও তার পরিবারের আরও ২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আব্দুল কাদের তার এজাহারে জানান, ২৫ মে সন্ধ্যায় নৌকা প্রতীকের বিজয় মিছিল থেকে ওই সশস্ত্র হামলা হয়। এ সময় তিনি ও তার ভাই পারভেজ স্থানীয় দ্বীপবন্ধু ক্লাবে বসে টিভি দেখছিলেন। স্থানীয় চেয়ারম্যান টিটুর নেতৃত্বে ২০-২৫ জন যুবক মোটরসাইকেলে করে ক্লাবের সামনে আসে। মুহূর্তে টিটু দৌড়ে এসে তার মাথায় অস্ত্র তাক করেন। এ সময় আরও কয়েকজন এসে কাদেরকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। কাদের অস্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে টিটু দৌড়ে পালিয়ে যান।
বাদীর অভিযোগ উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে কাজ করায় হামলার শিকার হন। তাছাড়া এ বছর তিনি কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে। আব্দুল কাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি। অপরদিকে তার ভাই পারভেজ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
আব্দুল কাদের অভিযোগ করেন, টিটু চেয়ারম্যান হওয়ার পর তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, কাবিখা ও কাবিটার চাল বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ আছে। এসব ঘটনায় টিটুর বিরুদ্ধে গ্রামের শত শত মানুষের ভিডিও স্বীকারোক্তি রয়েছে তার কাছে। এ কারণে দীর্ঘদিন ধরে টিটু তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন।
হামলার শিকার বাদী আব্দুল কাদেরের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল কাদের ও পারভেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে টিটুসহ আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
সন্দ্বীপ থানা সূত্রে জানা গেছে, এর আগে টিটিুর বিরুদ্ধে ১১টি মামলা ছিল। কিন্তু ‘রাজনৈতিক তদবিরে’ তার সব মামলা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে টিটিুর বিরুদ্ধে এছাড়াও একটি হত্যা মামলা রয়েছে।