Logo
Logo
×

সারাদেশ

অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:০৯ পিএম

অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শাউদা মণি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনার পর অটোরিকশা চালক সাব্বির মিয়া (১৯) দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের পাকা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত শাউদা মণি উপজেলার দৌলতপুর গ্রামের সুলতু মিয়ার মেয়ে।

অভিযুক্ত অটোচালক সাব্বির মিয়া (১৯) বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করে।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অটোচালক সাব্বিরকে আটক করা হয়েছে। সেই সঙ্গে অটোটি জব্দ করা হয়েছে। আটক সাব্বিরের বিরুদ্ধে মামলা করবে শাউদা মণির পরিবার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম