Logo
Logo
×

সারাদেশ

ভিসানীতির জন্য কে দায়ী, জানালেন শামা ওবায়েদ

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১১:০৩ পিএম

ভিসানীতির জন্য কে দায়ী, জানালেন শামা ওবায়েদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন- ‘ভিসানীতির জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। কারণ এই সরকার দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হত্যা করে বিদেশিদের কাছে দেশকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের এ অবস্থার জন্য শেখ হাসিনাকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

শামা ওবায়েদ বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। রাতের আঁধারে ভোট চুরি করে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। আগামী নির্বাচনের আগেই, আন্দোলনের সুনামির ধাক্কায় এ সরকার ভেসে যাবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের দাবি। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এখনো সময় আছে, ভুল স্বীকার করে পদত্যাগ করুন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করুন।’ 

শামা ওবায়েদ আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই এই ভোট চোর সরকারের জুলুম অত্যাচার ও লুটপাটের হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়।’

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় বুধবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে। 

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলী মিঞা, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম