ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৪:৪৩ পিএম
ছবি-যুগান্তর
ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার দুপুরে উপজেলার আমিরাবাদ-কারিরহাট সড়কে জমাদ্দারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর শেখ (২২), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের জাবেদ খান (২৩)।
আহত নজরুল ইসলামকে (৩০) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমাদ্দারডাঙ্গী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের নিচের অংশের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পূর্ব পাশের মাটি ধসে পড়ে তাদের ওপর।
এ সময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।