Logo
Logo
×

সারাদেশ

শ্মশানে মিলল অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৮:১৩ পিএম

শ্মশানে মিলল অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরীতে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে একটি গাছের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, সকাল ৬টার দিকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। ওই নারী মাঝে-মধ্যে গাছের নিচে একা একাই বসে থাকতেন। তিনি অনেকটা অপ্রকৃতস্থ ছিলেন। তবে তার পরিচয় সম্পর্কে স্থানীয়রা কেউ কিছু জানেন না।

খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় ও ঘটনার রহস্য উম্মোচনে কাজ চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম