Logo
Logo
×

সারাদেশ

পদ্মার এক পাঙাশের দাম ৩২ হাজার টাকা

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৪:০৪ পিএম

পদ্মার এক পাঙাশের দাম ৩২ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে জেলে বাসুদেব হায়দারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া ঘাটের কেসমত মোল্লার আড়তে বিক্রির জন্য তোলা হয়। এখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯ শত টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে বাসুদেব হলদার জানান, মঙ্গলবার সকালে পদ্মা যমুনা নদীর মোহনায় জাল পেতে তারা অপেক্ষায় ছিলেন। সকাল ৮ টার দিকে হঠাৎ জালে প্রচন্ড জোরে টান লাগলে তারা দ্রুত জাল টেনে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি দেখতে পান। অনেকদিন পর এত বড় একটা মাছ পেয়ে তারা অনেক আনন্দিত বলে জানান জেলে।

মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি তিনি নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ক্রয় করেছেন। মাছটি ঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখে বিক্রির জন্য বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করছেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম