Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় আলমাস আলী শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শাহ আলম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ২২ মে ২০২৩, ১০:৫৬ পিএম

ঢাকায় আলমাস আলী শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শাহ আলম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ঢাকা মহানগরের সব থানার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিমপুর এলাকার বাসিন্দা পুরানা পল্টন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান কলেজ শাখায় শ্রেষ্ঠ অধ্যক্ষ মনোনীত হয়েছেন।

রাজধানীর রমনা থানার শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ রোববার সকাল ১০টায় এ ঘোষণা দেন।

ড. মোহাম্মদ আলমাস আলী খান নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্জন করেন। দীর্ঘ ২৪ বছর যাবত শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে অধ্যাপনা করছেন।

ড. মোহাম্মদ আলমাস আলী খান এর আগে ঢাকা জেলার টানা দুইবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিতসহ এ যাবত ৫ বার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন। এছাড়া শিক্ষকতা ছাড়াও তিনি লেখালেখিতে  অবদান রেখে চলেছেন।

অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। তিনি দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক হিসেবে শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন বলে রোববার নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম