Logo
Logo
×

সারাদেশ

পাবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:০৬ পিএম

পাবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী, গঠনতন্ত্র পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্নের অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে বাবু ও নুরুল্লাহর বক্তব্য নেওয়ার জন্য রোববার সকালে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে। 

শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সেক্রেটারি শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত চিঠিতে তাদের এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তরে তাদের লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশটি ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠির কপি আপলোড করা হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, গঠনতন্ত্র পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. ফরিদুল ইসলাম বাবু (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) এবং মো. নুরুল্লাহ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) আপনাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত লিখিত জবাব আগামী সাত (৭) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে পাবিপ্রবির একাধিক সূত্র জানায়, শনিবার দুপুরে পাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ওই সংঘর্ষ হয় বলে জানা গেছে। পাবিপ্রবিতে শনিবার ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এদিকে প্রায় বছরখানেক ক্যাম্পাস শান্ত থাকার পর ছাত্রলীগের দুগ্রুপের ওই সংঘর্ষে পাবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম