Logo
Logo
×

সারাদেশ

ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কারাগারে

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৩, ১০:৫৭ পিএম

ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কারাগারে

জালিয়াতি ও প্রতারণার মামলায় ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আফজাল হোসেন ডিপটিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ওই দিন বিকালে আলাদা তিনটি মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ আইনের একটি মামলায় সাত এবং অর্থ জালিয়াতির মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ডিপটি। তাছাড়া আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে। শনিবার বিকাল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম