Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে ছাত্রদলের ১১ নেতাকর্মী গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ মে ২০২৩, ১০:০৮ পিএম

রাজশাহীতে ছাত্রদলের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদল ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে কড়া নিরাপত্তায় বোয়ালিয়া মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।   

গ্রেফতাররা হলেন- রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ, যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান প্রীতম, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আসিফ, সদস্য নাঈম ইসলাম বিপ্লব, ইলিয়াস আহমেদ, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান জয়, চন্দ্রিমা থানা শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাউসার রহমান, রাজশাহী সিটি করপোরেশনের ১০ নম্বার ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজামাইন হৃদয়, মহানগর বিএনপির সদস্য সুব্রত রায় এবং ছাত্রদল সদস্য রেজওয়ানুল হক। 

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এ সময় তারা সরকারি কাজে বাধা দেন। এ কারণে তাদের আটকের পর শুক্রবার রাতে বোয়ালিয়া থানায় মামলা করা হয়।

এদিকে রাজশাহী মহানগর বিএনপির নেতাদের দাবি, রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে শুক্রবার বিকালে বিএনপির পূর্বনির্ধারিত জনসভা ছিল। জনসভা শেষে ছাত্রদল নেতাকর্মীরা মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় গাড়ি থেকে নামার পর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম