Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের সাংবাদিকসহ ৮ গুণীজনকে সম্মাননা

Icon

গাইবান্ধা প্রতিনিধি 

প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৮:৫৬ পিএম

যুগান্তরের সাংবাদিকসহ ৮ গুণীজনকে সম্মাননা

দৈনিক যুগান্তর পত্রিকা ও মাছরাঙা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালসহ আট গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। 

স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন স্বাবলম্বী সংস্থার ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সম্মাননা দেওয়া হয়। 

সাঘাটা উপজেলার পুঁটিমারীতে উদয়ন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানে সকালে জাতীয় ও সংগঠনিক পতাকা উত্তোলন করেন নারী নেত্রী অমিছা বেগম ও সংগঠনের নির্বাহী প্রধান সাহাদৎ হোসেন মণ্ডল।  

দিনভর স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সাংবাদিকতায় অবদানের জন্য মাছরাঙা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, চিকিৎসা ক্ষেত্রে ডা. এবিএম আবু হানিফ, যুব সংগঠক রাজেশ বাঁশফোর, রত্মগর্ভা মা সিদ্দিক খানম, নারী নেত্রী মোছা. নুরুন্নাহার বেগম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. সিরাজুল হক সরকার, সাহিত্যে আলী ইব্রাহিম ও শিক্ষক সঞ্জীব বর্মণকে সম্মাননা দেওয়া হয়। 

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ডা. এবিএম আবু হানিফ। 

আলোচনা সভায় অংশ নেন- একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি ও উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী প্রধান সাহাদৎ হোসেন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মণ্ডল, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, খাদিজা বেগম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম