Logo
Logo
×

সারাদেশ

কীর্তনখোলা নদীতে পড়ে পথশিশু নিখোঁজ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১১:১১ পিএম

কীর্তনখোলা নদীতে পড়ে পথশিশু নিখোঁজ

বরিশাল লঞ্চ টার্মিনালে কীর্তনখোলা নদীতে এক পথশিশু পড়ে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

লঞ্চঘাটের পথশিশু চাঁদনী বলে- আমি, আসলাম, জনি ও সাথী পন্টুনের পাশে বসে ছিলাম। হঠাৎ করে পেছন থেকে নাইম এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়। এ সময় আসলাম সাঁতার কেটে উঠে। কিন্তু সাথী সাঁতার না জানায় ডুবে যায়। আমরা নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু সাথীকে আর পাওয়া যায়নি।

নাইমের (১৩) পিতা অজ্ঞাত। সে ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা। নিখোঁজ পথশিশু সাথী আক্তারের (১২) বাড়ি ঢাকায় বলে জানা গেছে। সে বরিশাল নদী বন্দরে থাকত। 

সদর নৌথানার ওসি আ. জলিল বলেন, স্থানীয়ভাবে আমরা বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

বরিশাল নদীবন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. এনামুল হক সুমন বলেন, আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম