টিকটক দ্বন্দ্বে ছুরিকাঘাতের তিন দিন পর মারা গেলেন শরিফ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৩, ১১:০৭ পিএম
![টিকটক দ্বন্দ্বে ছুরিকাঘাতের তিন দিন পর মারা গেলেন শরিফ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/18/image-676141-1684429642.jpg)
মনোহরদীতে প্রেমিকার টিকটক আইডি উদ্ধারকে কেন্দ্র করে প্রেমিক শরিফ (২১) নামে একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
শরিফ চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
সোমবার বিকালে উপজেলার চন্দনপুর গ্রামে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান শরিফ।
এদিকে অভিযুক্ত শাকিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সে মাধুপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী।
এ বিষয়ে শরিফের বাবা মহিউদ্দিন বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে শাকিল ও তার সহযোগীরা। আমি এ হত্যার বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, সংবাদ পেয়েছি শরিফ মারা গেছে। এ বিষয়ে তার বাবা মহিউদ্দিন ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।